মুর্শিদাবাদের মাটি থেকে কংগ্রেসের নাম ও নিশান মুছে দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানিয়ে দিলেন, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর – সব আসন থেকে তৃণমূল জিতবে। সঙ্গে প্রশংসা করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর। বলেন, ‘আমাদের নেতারা বিশেষ করে শুভেন্দু এই জেলায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে’।
শুক্রবার ফের কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগের কথা তুলে ধরে মমতা বলেন, ‘আমরা বিশ্বাসঘাতক নই। আমরা প্রাণ গেলেও বিশ্বাসঘাতকতা করি না। বিশ্বাসঘাতক ওরাই। ওরা দিনের বেলায় সিপিএমের সঙ্গে মিটিং করে, আর রাতে বিজেপির সঙ্গে ভাব করে। এভাবে ভোটে জেতা যায় না। মানুষ এসব বেইমানদের ছুঁড়ে ফেলে দেবে। এবারের নির্বাচনেই দেখবেন এইসব বিশ্বাসঘাতকদের কী শাস্তি হয়’।
বহরমপুরের মাটি থেকে অধীর চৌধুরির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ‘মুর্শিদাবাদের সংগঠন যদি কেউ করে থাকে, তা যুব কংগ্রেসের সভাপতি থাকার সময় আমি করেছি। অন্য কেউ নয়। এখানে বিজেপির সমর্থনে কংগ্রেস ভোটে জেতার চেষ্টা করছে, তা হতে দেবেন না’। হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘দিল্লীতে সংসদে দাঁড়িয়ে তৃণমূল চোর, তৃণমূল চোর বলে চিৎকার করেছিল একজন’। এরপরেই অধীরের নাম না করেই মমতা বলেন, ‘সবাই কী করছে, আমার সব জানা আছে। আমার কাছে সব কাগজ আছে। শুধু রাজনীতিটা করি সৌজন্য বজায় রেখে, তাই সেসব কথা তুলতে চাই না’। মমতার হুঁশিয়ারি, ‘আমাকে ঘাঁটাবেন না’।