গত ১১ এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। এবার সাত দফায় ভোট। যার মধ্যে ইতিমধ্যেই মিটে গেছে দু’দফার ভোটগ্রহণ পর্ব। বাকি আরও পাঁচ দফা। ফলে জোরকদমে চলছে তার প্রচারও। তবে সারা দেশে প্রবল বিজেপি বিরোধী হাওয়ায় যখন বেকায়দায় গেরুয়া শিবির, ঠিক তখনই ফাঁস হল এক চাঞ্চল্যকর রিপোর্ট। নাগপুর টুডে পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের হাতে এসেছে বিজেপির নিজস্ব সমীক্ষার রিপোর্ট। যা অনুযায়ী, চলতি লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ঝুলিতে জুটবে ১৮২টি আসন! এবং ২১৬-র বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস।
এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা সংবাদ সংস্থাটি আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রতিবেদন অনুযায়ী, বিজেপি একা ১৫১ এবং এনডিএ জোট ১৮২টি আসন পাবে। কংগ্রেস-সহ বিরোধীরা ২১৬টির বেশি আসন পেতে পারে। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলায় ৪২টি আসনের মধ্যে মাত্র ২টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস ৪টি এবং তৃণমূল কংগ্রেস ৩৬টি আসন পেতে পারে। একইভাবে বিহারে ৪০টি আসনের মধ্যে মাত্র ৯টি আসন জুটবে এনডিএ-র। উত্তরপ্রদেশেও উত্তরপ্রদেশেও ৬০% আসন বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টির জোট পাবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
প্রসঙ্গত, এ রাজ্যে আসন পাওয়া নিয়ে বিজেপির শীর্ষ নেতারা বারবারই তর্জন গর্জন করেছেন। তাঁদের সকলের দাবি, ‘এবার বাংলায় ভালো ফল করবে বিজেপি।’ খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলা থেকে ২৩টি আসন পাবেন বলে দাবি করেছেন। কিন্তু খোদ দলের রিপোর্টই বলছে অন্য কথা! রিপোর্টের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও, নাগপুর টুডের রিপোর্ট অনুযায়ী বাংলায় আপাতত স্বপ্নপূরণ হচ্ছে না গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, ওই রিপোর্টে এ কথাও স্পষ্ট যে এবার দিল্লীর মসনদ হারাতে হবে মোদীকে।