লোকসভা নির্বাচনের মধ্যেই আর এক নির্বাচনের নির্ঘন্ট দিল কমিশন। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ধার্য হল আগামী ১৯ মে। শুক্রবার কমিশনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এ দিন কমিশন থেকে প্রকাশিত নির্ঘণ্ট অনুসারে, আগামী ২২ এপ্রিল ওই বিধানসভার উপ নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। ২৩ মে লোকসভা নির্বাচনের সঙ্গেই এই কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনের গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রসঙ্গত, দার্জিলিং-এর বিধায়ক অমর সিং রাই লোকসভা নির্বাচনের লড়ছেন। তাই তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। তার জেরেই ওই শূন্যপদে পুনর্নির্বাচনের জন্যই এই উপ নির্বাচনের দিন ঘোষণা করা হয়।
অন্যদিকে, দার্জিলিং ছাড়াও ভাটপাড়া, হবিবপুর, নওদা, কান্দি এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন করানোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ১৯ মে’র মধ্যে এই ৫ কেন্দ্রে উপ নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ৫ কেন্দ্রের জনপ্রতিনিধিরা হয় বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন অথবা অন্য দলে যোগ দিয়েছেন।