একজন বিশ্বের সেরা ব্যাটসম্যান আর অন্যজন সবে পা রেখেছেন ক্রিকেটের উঠোনে। দুইজনই ভারতের ক্রিকেট দুনিয়ার নক্ষত্র। দু’জনের চেহারার মিল থেকে শুরু করে খেলার ধরণ, অনেকটা একই রকমের। একই জায়গা থেকেই ক্রিকেটের আঙিনায় এসেছেন দু’জনে। শচীন তেণ্ডুলকর ও পৃথ্বী। শচীনের উত্তরসূরি বলা হয় পৃথ্বীকে। পৃথ্বীর আইডলও শচীন। তাঁকেই নিজের গুরু মানেন। গত বুধবার রাতে গুরু-শিষ্য একই সঙ্গে ডিনার সারলেন। শচীনের বাড়িতে পৃথ্বীর ডিনারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শচীন ও পৃথ্বী, দু’জনেরই ক্রিকেট ঘরানা হলো মুম্বই। অনুর্ধ্ব ১৫ সময় থেকেই মুম্বই ক্রিকেটের অন্যতম পরিচিত নাম এই পৃথ্বী। মুম্বইয়ের রঞ্জি দলেও অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। রঞ্জি অভিষেকেই চেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই শুরু। তাঁর নেতৃত্বেই ভারতের অনুর্ধ্ব ১৯ দল ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। প্রথম থেকেই তাঁর ব্যাটিংয়ের মধ্যে শচীনের ছোঁয়া দেখতে পান ক্রিকেট অনুরাগীরা। ভারতের জাতীয় দলেও তাঁর অভিষেক হয়েছে রাজকীয় ভাবেই। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।
বুধবার রাতে পৃথ্বীকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। আমন্ত্রণ রাখতে পৌঁছে যান পৃথ্বীও। দুজনেই একসঙ্গে বসে ডিনার সারেন। ছবিও তোলেন। সেই ছবিই নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন পৃথ্বী। ক্যাপশনে তিনি লেখেন, “এই সুন্দর ডিনারের জন্য ধন্যবাদ শচীন স্যার। আপনার সঙ্গে দেখা হওয়াটাই সবসময় খুব আনন্দের”। এই ছবি টুইট করা হয়েছে আইসিসির তরফেও। এ ছাড়াও ক্রিকেট অনুরাগীদের কাছ থেকেও আসতে থাকে অগুণতি কমেন্ট।