দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটদান পর্ব। এই সময় ছত্তিশগড়ে ছড়াল মাওবাদী আতঙ্ক। ছত্তিসগড়ের রাজনন্দগাঁওতে আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এদিন সকালে মেধা ও দাব্বা গ্রামের মাঝামাঝি জায়গায় ওই বিস্ফোরণ হয় সকাল সাড়ে ১০টা নাগাদ। মানপুর-মোহরা বিধানসভার মধ্যে পড়ছে এই অঞ্চল। ওই অংশটি পড়ছে রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্রের মধ্যে। এই কেন্দ্রে নিরাপত্তার কারণে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোট হওয়ার কথা।
রাজনন্দগাঁও, কানকের ও মহাসামুন্দ এলাকা মাও অধ্যুষিত হওয়ায়, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৬০০০০ জওয়ান মোতায়েন করা হয়েছে। ড্রোন থেকে চালানো হচ্ছে নজরদারি। ওই অংশে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইটিবিপি জওয়ানরা। এক জওয়ান আহত হয়েছে বলে খবর। এলাকা জুড়ে চলছে চিরুণি তল্লাশি। এদিন ভোরে অপারেশন শুরু হয়। সাড়ে পাঁচটা নাগাদ প্যাট্রলিং টিম যখন ওই এলাকায় যায়, তখনই জওয়ান ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে হয় সেই এনকাউন্টার। দুই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল উড়িষ্যার কন্ধমালের গচাপদা থানার বারলা গ্রামেও মাওবাদী হামলা চালায়। বুধবার বিকেলে হওয়া এই হামলায় এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে। ভোটের কাজে যাওয়া ওই কর্মীকে গুলি করে মারা হয়। তাঁদের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। মৃত ভোটকর্মীকে সনাক্ত করা গিয়েছে। তাঁর নাম সংযুক্তা দিগাল। তিনি নির্বাচনের কাজে যাচ্ছিলেন। সেই সময় গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। মাওবাদী হামলায় ভোটকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।