দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় যতই দাবি করুন যে ধর্ম নিয়ে রাজনীতি নয় কিন্তু তাঁর গেরুয়া শিবির যে ওটাই হাতিয়ার করে গদিতে ফিরতে চাইছে তা বারবার প্ৰমাণ করছেন বিজেপি নেতৃত্বরা। এইবার সেই তালিকায় নাম লেখানেন বাংলার বিজেপি যুব মোর্চা। এইবার কোনো বক্তৃতায় নয় সরাসরি লিফলেটে উঠে এসেছে ধর্ম। সেই লিফলেটেই সরাসরি হিন্দু রাষ্ট্রের কথা তুলে ধরা হয়েছে।
ভারতকে হিন্দু রাষ্ট্র গড়তে হলে বিজেপিকে ভোট দিতে হবে। এমন বিতর্কিত লিফলেট ছাপিয়ে প্রচার অভিযানে নেমেছে বিজেপি যুব মোর্চা। আর এই লিফলেট ঘিরেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এমনকী ভোটে জিতলে রয়েছে ‘ফিরিয়ে দেওয়ার কথাও।’ লিফলেটে লেখা হয়েছে, মুসলিম মৌলবাদকে বাংলা তথা ভারত ছাড়া করতে, সন্ত্রাসবাদী মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিতে, দিকে দিকে হিন্দু সমাজ ও আরএসএসের হাত শক্ত করতে, ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র নির্মাণ করতে বিজেপিকে ভোট দিন।
কি করে এমন লিফলেট বাজারে বিলি করল যুব মোর্চা? এমনই প্রশ্ন সবার। আর এই লিফলেট ঘিরেই তৈরি বিতর্ক। অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনও এই লিফলেটের তীব্র বিরোধিতা করে বলেছে, ‘বিজেপির গড়া হিন্দু রাষ্ট্র সাধারণ মানুষ চান না। সাধারণ হিন্দু ও সাধারণ মুসলিম- সকলেই একসঙ্গে থাকতে চান। কিন্তু বিজেপি শুধুই বিভাজনের রাজনীতি করছে।’
বারবার গেরুয়া শিবিরের এই বিভাজন রাজনীতি সামনে এসেছে। তাঁদের সর্বসমক্ষে এইরকম আচরণ সত্যিই নিন্দনীয়।