সপ্তদশ লোকসভা নির্বাচনের মঞ্চে ঘটল এক উলটপূরণ। কংগ্রেসের আক্রমণের তিরে যেখানে আম্বানিরা বিধ্বস্ত হয়েছে, সেখানেই মুম্বইয়ে কংগ্রেসের হয়েই একপ্রকার প্রচার করলেন মুকেশ আম্বানি। আঁতকে ওঠার কোনো কারণ নেই। গল্প মনে হলেও সত্যি।
মুম্বইয়ের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার হয়ে ভোটপ্রচার করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। মিলিন্দ দেওরা মুম্বই কংগ্রেসের সভাপতি। তিনি এবারে লোকসভায় প্রার্থীও হয়েছেন দক্ষিণ মুম্বই কেন্দ্র থেকে। নিজের টুইটার অ্যাকাউন্টে মিলিন্দ দেওরা নিজেই একটা ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে মুকেশ আম্বানি বলছেন, ‘দক্ষিণ মুম্বইয়ের জন্য মিলিন্দ দেওরাই সেরা ব্যক্তি।’ ভিডিওর অন্য একটি অংশে মুকেশ আম্বানিকে বলতে শোনা গেল যে দশ বছর সাংসদ থাকার দরুন মিলিন্দ দেওরার দক্ষিণ মুম্বই কেন্দ্রের সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান আছে। শুধু মুকেশ আম্বানি নয়। পাশাপাশি আরও অনেক ছোট বড় ব্যবসায়ীরাও কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি বহুবার আম্বানিদের হাতিয়ার করেছে তাঁর বক্তৃতায়। মোদীর সাথে ‘সখ্যতা’-কেই হাতিয়ার করেছে বারবার। আর সেখানেই এমন ঘটনা সত্যিই নজিরবিহীন।