গত ১১ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হয়ে গেছে সপ্তদশ লোকসভা নির্বাচন। ভোট চলাকালীন আবারও বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তোপ দাগলেন মায়াবতী। বসপা সুপ্রিমোর দাবি, ভয় পেয়ে গেছেন প্রধানমন্ত্রী ও তাঁর দল।
বৃহস্পতিবার মায়াবতী টুইট করে বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস যে হাল হয়েছিল, বিজেপি এবং প্রধানমন্ত্রীর ঠিক সেই রকমই অবস্থা। তাঁর দাবি কংগ্রেসের মতোই বিজেপিও বুঝতে পারছে এবার আর তারা নির্বাচনে জিততে পারবে না। এই হারের জন্যে বিজেপির দরিদ্র-শ্রমিক-দলিত-কৃষক এবং মুসলিম বিরোধী মনোভাবকেই দায়ি করেছেন বহেনজি।
উল্লেখ্য, আজ ১৮ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি আসন, হচ্ছে বুলন্দসহর, আলিগড়, হাতরস, ফতেপুর সিকরি, নাগিনা, আমরোহা, মথুরা এবং আগরায় দ্বিতীয় দফায় ভোট চলছে। তারই মধ্যে এমন মন্তব্য করলেন বিএসপি সুপ্রিমো। প্রসঙ্গত ২০১৪ সালে বিএসপি একটিও আসন পায়নি। তবে ভোট ভাগাভাগি রুখতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলা মেনেই এ বছরের নির্বাচনে মহাজোট হয়েছে বুয়া-বাবুয়ার। জোটে রয়েছে রাষ্ট্রীয় লোক দলও।