চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতার। কিছুদিন আগেই খেলা চলাকালীন চোট পেয়েছিলেন বাহুবলী রাসেল। আবার কাঁধে চোট পেলেন তিনি। তার ফলে বৃহস্পতিবার ইডেনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়লেন কেকেআরের অন্যতম শক্তি।
বুধবার সন্ধেয় ইডেনে নাইটদের নেটে নাইট প্র্যাকটিস বোলার মুম্বইয়ের মিনাত মঞ্জেরেকারের বাউন্সারে বাঁ কাঁধে চোট পেয়েছেন আন্দ্রে রাসেল। ঠিক সেই জায়গায়, যেখানে আগেই কোটলায় দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার হর্ষল প্যাটেলের বলে চোট পেয়েছিলেন রাসেল। বুধবার রাসেল মিনাতের বাউন্সারে আঘাত পাওয়ার পর পিচেই ১০–১৫ মিনিট শুয়ে ছিলেন। মাঠে থাকা নাইট ফিজিও, চিকিৎসকরা ছুটে যান। নিয়ে যাওয়া হয় স্ট্রেচারও। কিন্তু নেটেই প্রাথমিক চিকিৎসার পর রাসেল সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। নাইট শিবির থেকে জানা গেছে, ড্রেসিংরুমে ম্যাসাজ টেবিলে তাঁকে দীর্ঘক্ষণ পরীক্ষা–নিরীক্ষা করেন নাইট ফিজিও অ্যান্ড্রু লিপাস।
তাঁর অবস্থা দেখে মনে হচ্ছে আরসিবি’র বিরুদ্ধে তিনি হয়তো খেলতে পারবেন না। যা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে নাইটদের কাছে। এমনিতেই পর পর তিনটি ম্যাচ হেরে বিপাকে কেকেআর। আটটি ম্যাচে মাত্র আট পয়েন্ট পেয়েছে দীনেশ কার্তিকের দল। বিরাট কোহলির আরসিবি’কে যদি পরের ম্যাচে না হারাতে পারে, তাহলে প্লে-অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে নাইট রাইডার্স।
শুক্রবার বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নামার আগে বুধবার নাইট অধিনায়ক দীনেশ কার্তিক পরিষ্কার জানিয়ে দেন, ‘আমাদের এখন বাকি ৬টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচ জিততেই হবে প্লে–অফে যেতে গেলে। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়।’কিন্তু তাঁর চোট কতটা গুরুতর?নাইট শিবির থেকে বুধবার রাতে জানানো হয়েছে, ক্যারিবিয়ান রাসেলকে দেখে আপাতত বোঝার উপায় নেই। কারণ ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সঙ্গে হাসাহাসি করেছেন। মাঝে একটা দিন রয়েছে। আরও কিছু পরীক্ষা করা হবে। তবে রাসেলের আঘাত যে নাইট শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। একে তো পরপর তিনটি হার। তার ওপরে যদি রাসেল শুক্রবারের ম্যাচ থেকে ছিটকে যান চোটের কারণে, তাহলে সত্যিই বিরাট কোহলিদের বিরুদ্ধে নাইটদের বেকায়দায় পড়তে হবে।