বাংলার প্রতিটি বুথই নাকি স্পর্শকাতর, এমনটাই দাবি করে বিজেপি। অথচ বিজেপি শাসিত ত্রিপুরায় ‘অরাজকতা’র অভিযোগে লোকসভা ভোট পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কমিশন৷ যা নিয়ে অস্বস্তিতে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব।
এই ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, “ত্রিপুরার ঘটনায় বিজেপির থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। যদিও এরপর দিলীপ ঘোষের মতো দু’কান কাটা বিজেপি নেতারা চেঁচাতে থাকবেন”।
ত্রিপুরার পশ্চিম আসনের নির্বাচন হয়ে গেলেও ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল আজ। কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলে সিপিএম। তার জেরেই ভোট পিছিয়ে দিয়েছে কমিশন। এতেই বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি। যদিও গতকাল মুখরক্ষার জন্য দিলীপ ঘোষ বলেছেন, “এবিষয়ে আর কি বলার আছে”।