আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ভোট দেওয়া সকলের মৌলিক অধিকার। তাই বিয়ে সেরেই একেবারে বুথে ভোট দিতে এলেন নবদম্পতি।
আজ দুই কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ শ্রীনগর এবং উধমপুর এই দুই কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। নতুন জীবনের স্বপ্নপূরণের প্রথম কাজটাই ভোট দিয়ে করে দেখালেন ওই নব্দম্পতি। সকাল সকাল উধমপুর কেন্দ্রের একটি বুথে ভোট দিতে এলেন নবদম্পতি। বিয়ে সেরেই চলে আসেন তাঁরা।
শুভদিনে ভোট পড়েছে। তাই সকাল সকাল বিয়ে সেরে একেবারে দায়িত্বশীল নাগরিকের মতো সোজা বুথে গিয়ে ভোট দিলেন নবদম্পতি। জম্মু–কাশ্মীরের উধমপুরের ভোট কেন্দ্রে সকাল সকাল একেবারে বর–কনের বেশেই হাজির হয়েছিলেন তাঁরা। কণের পরনে লাল শাড়ি আর মাথার শেহরাটিও খোলেনি বর। বোঝাই যাচ্ছিল একেবারে বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছেন তাঁরা। তাঁদের এই ভোট দিতে আসার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।এক নিমেষে তা ভাইরালও হয়ে যায়। সকাল ৯টা পর্যন্ত এই দুই কেন্দ্রে ০.৯৯ শতাংশ ভোট পড়েছে।
অন্যদিকে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শোনা যায় ইভিএম নিয়ে গন্ডগোলের কথা। আসাম, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটকে ভোটযন্ত্রে গোলযোগ হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে সকলের নজর আছে তামিলনাড়ুর দিকে।