দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলায় দার্জিলিং-জলপাইগুড়ি-রায়গঞ্জ এই তিন আসনে চলছে ভোটগ্রহণ। কিছু জয়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ। এমনই জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আর তাঁর কিছুক্ষন পরেই সেই একই সুরে সুর মেলান রাজ্যে আসা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
বাংলায় এখন পর্যন্ত ভোট পড়েছে বেশ ভালোই। কমিশন সূত্রে খবর, বেলা একটা পর্যন্ত তিন আসনে প্রায় গড় ৫১ শতাংশ ভোট পড়েছে। পৃথকভাবে জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫৪.৭৩ শতাংশ, দার্জিলিংয়ে ভোট পড়েছে ৪৭.৫২ শতাংশ ও রায়গঞ্জে ভোট পড়েছে ৫২.৫৪ শতাংশ।
এরইমধ্যে জলপাইগুড়ির বেলাকোবায় কোমরে রিভলভার নিয়ে ভোট বুথে ঢুকলেন বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত। বিতর্ক তুঙ্গে, অভিযোগ জমা পড়ল কমিশনে। চোপড়াতেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এছাড়া ভোটগ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণ।