আসামের বরপেটায় জানিয়া আঞ্চলিক সিনিয়র মাদ্রাসা মাঠে তৃণমূল প্রার্থী এসহক আলী দেওয়ানের সমর্থনে নির্বাচনী সভা করলেন ফিরহাদ হাকিম। ওই রাজ্যে দলের দায়িত্বে রয়েছেন ববি হাকিম। ইতিমধ্যেই গত ১০ দিনে তিন বার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন সেখানে। সভা সেরে গতকাল রাতেই কলকাতায় ফিরেছেন তিনি।
সভামঞ্চ থেকে বিজেপির এনআরসি করা নিয়ে তোপ দাগেন তিনি। মোদীকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “বাংলায় নাগরিকপঞ্জী হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আপনি কে? বলা হচ্ছে ১৯৭২ সাল থেকে নাগরিকপঞ্জী ধরা হবে, তাহলে এখন যাঁদের বয়স প্রায় ৪৭ তাহলে তাঁরা সকলে অনুপ্রবেশকারী? এটা কি ছেলেখেলা হচ্ছে? এসব কোনও মতেই আমরা বরদাস্ত করব না। আসামের যে মানুষ বিভিন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের রাজ্য থেকে তাড়াতেই এনআরসি চালু করছে বিজেপি সরকার। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়াই তাদের উদ্দেশ্য”।
ফিরহাদ আরও বলেন, “এনআরসি’র প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি করে কোথায় পাঠানো হবে? বাংলাদেশ কি এই ৪০ লক্ষ মানুষকে গ্রহণ করবে? বাংলাদেশ সরকারের সঙ্গে কি কোনও কথা হয়েছে? নাকি রোহিঙ্গাদের মতো গুলি করে তাঁদের মারা হবে? তার প্রতিবাদ জানাতে হবে আগামী লোকসভার ভোটে। এরপর আবার সিটিজেন অ্যামেন্ডমেন্টবিল বিল আসছে, সেটি আরও মারাত্মক। বিজেপি রক্তপাত চায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই রক্তপাতের বিরুদ্ধে। তিনি রক্তক্ষরণ চান না। তৃণমূল এনআরসি’র বিরুদ্ধে। সে কারণেই আমরা আসামে প্রার্থী দিয়েছি, আপনারা তৃণমূল প্রার্থীদের সমর্থন করুন”। গত বৃহস্পতিবারও গুয়াহাটির গরাইমারি ও সন্তালিতে দলীয় প্রার্থী মনোজ শর্মার সমর্থনে সভা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। কামরূপের গড়াইমারি এলাকার জনসভার মঞ্চে নাগরিকপঞ্জী নিয়ে তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ।