৪২-এ ৪২ করার লক্ষ্যেই দিনরাত এক করে প্রচার করছেন তৃণমূলের প্রার্থীরা। সমস্ত এলাকা থেকেই লিডই এখন প্রধান লক্ষ্য সকলের। বাগদাতেও যাতে এর অন্যথা না হয়, তাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে সভা করার সিদ্ধান্ত নিল তৃণমূল।
আগামী ২৯ এপ্রিল দুপুরে বাগদার হেলেঞ্চা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করার কথা মমতার। মমতার সভা যেখানে হওয়ার কথা সেখানে ঘুরে দেখেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “ বাংলাতে বিজেপির ভরাডুবি হবে। ওদের মিথ্যে কথায় আর কেউ ভুলবে না। বেশিরভাগ বুথে তো এজেন্টই দিতে পারবে না। এবার বাংলার মাটি থেকে বিজেপির বিদায় হবে”।