গত ১১ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। তবে তার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে কালো টাকা এবং হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধারের কাজ। আর লোকসভা নির্বাচন শুরুর পর এবং রাজ্যে ভোটগ্রহণের মুখে এবার তামিলনাড়ুতে আয়কর হানায় প্রকাশ্যে এল চমকে ওঠার মতো তথ্য। আম্মা এমএমকে-এর নেতা টিটিভি দিনাকরণের ঘনিষ্ঠের দোকান থেকে আয়কর হানায় উদ্ধার হল ভোটারদের বিলি করার জন্য খামে ভরে রাখা টাকা! মোট ১.৪৮ কোটি নগদ উদ্ধার করেছেন আয়কর কর্মীরা। আন্দিপাত্তি থেকে উদ্ধার হয়েছে এই টাকা।
আয়কর দফতর সূত্রে জানা গেছে, মোট ৯৪টি প্যাকেট উদ্ধার করেছে তারা। খামের ওপর লেখা ছিল ওয়ার্ডের নাম ও সেই ওয়ার্ডের ভোটার সংখ্যা। ভোটারপিছু ৩০০ টাকা করে বিলি করা যাবে এমন হিসাব করে খামে ভরা ছিল টাকা। তল্লাশির সময় আয়কর আধিকারিকদের রোখার চেষ্টাও করেছিলেন দিনাকরণের চ্যালাচামুণ্ডারা। কিন্তু তাদের রুখতে শুন্যে গুলি চালায় পুলিশ। রাতভর তল্লাশির পর অবশেষে ভোরবেলা আয়কর দফতরের তরফে জানানো হয়, ‘তল্লাশির খবর সিবিডিটি ও নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, আগামীকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনেরও ভোটগ্রহণও হবে ওই কেন্দ্রে। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই ওই থেনি কেন্দ্রের অন্তর্গত আন্দিপাত্তিকে হানা দেয় আয়কর দফতর। মঙ্গলবার গভীর রাতে সেখানে এএমএমকে নেতার দোকানে হানা দিলে প্রথমে তাদের বাধা দেন দলীয় সদস্যরা। এরপর জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি ছোড়ে। গুলিতে কেউ হতাহত হননি। দোকানে হানা দেওয়ার পর এএমএমকে সমর্থক দোকানদার দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনায় চারজন এএমএমকে সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এএমএমকে প্রার্থীকে চিহ্ন দেওয়া একটি পোস্টাল ব্যালটও উদ্ধার করেছে পুলিশ।