বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে কোনও বাধাকেই বাধা বলে মনে করেন না। তাঁর সৈনিকেরাও তাঁরই মতন। তাই ভোট প্রচারে তীব্র রোদকেও পাত্তা দিচ্ছেন না প্রার্থীরা। বাঁকুড়াতে ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন বর্ষীয়ান তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
মঙ্গলবার শালতোড়ার পাথুরে এলাকায় সুব্রতবাবু চুটিয়ে প্রচার সারেন। তাঁকে একঝলক দেখতে প্রচণ্ড গরমেও মানুষের ভিড় উপচে পড়ে। গরম উপেক্ষা করেই এদিন সকালে সুব্রতবাবু শালতোড়া ব্লকের গোগড়া থেকে রোড শো শুরু করেন। নেৎকমলা, বারকোনা, রামপুর হয়ে ধতলা এলাকায় তাঁর রোড-শো শেষ হয়। আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় প্রচারে ভালো সাড়া পান বলে সুব্রতবাবু জানান। প্রার্থীর হুডখোলা জিপের সামনে তৃণমূল নেতাকর্মীদের বাইক র্যালি করতে দেখা যায়। এদিন বিকেলে সুব্রতবাবু বাঁকুড়া শহরের ১ ও ৫নম্বর ওয়ার্ডে কর্মীসভা করেন।
সুব্রতবাবু বলেন, “দ্রুত সব এলাকাতেই জল পৌঁছানোর কাজ চলছে। তিনি বলেন, আমি এদিন ভালো সাড়া পেয়েছি। বাঁকুড়ায় জল প্রকল্প রূপায়ণ আমাকে বাড়তি সুবিধা দিয়েছে। আমি কাজ করে ভোট চাইতে এসেছি। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছেন। তাই ভোটবাক্সেই তার প্রতিদান দেবেন”।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা এদিন সকালে জয়পুরের রাউতখণ্ডে একটি মাজারে চাদর চড়িয়ে জনসংযোগ করেন। বিকেলে তিনি জয়পুর ব্লক এলাকারই শ্যামনগর অঞ্চলে মিছিল করেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত দলীয় কার্যালয়ে জেলা নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হুড়া থানা এলাকায় রোড শো করেন।