কেন্দ্রীয় সরকার গুগল এবং অ্যাপল স্টোর থেকে ‘টিকটক’ অ্যাপ ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি করল। এই চীনা অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরি দু’জায়গা থেকেই সরিয়ে নেওয়া হবে এমনটাই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী হল কাজ। ফলে ইউজাররা আর ডাউনলোড করতে পারবেন না এই অ্যাপ।
ভারতের এই অ্যাপ অত্যন্ত জনপ্রিয়। প্রায় ৮.৭ কোটি লোক টিকটক ব্যবহার করেন। বিশ্ব জুড়ে প্রায় ১৮.৮ কোটি ইউজার আছেন। প্রথমে মিউজিক্যালি নামে বাজারে এসেছিল এই অ্যাপ। পরবর্তী কালে নাম পাল্টে এই অ্যাপের নাম হয় টিকটক। পর্নোগ্রাফি এবং অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে এই অ্যাপের বিরুদ্ধে। শিশুমনে কু-প্রভাব ফেলছে এই অ্যাপ এমন অভিযোগও আনা হয়েছে টিকটকের বিরুদ্ধে। তবে অ্যাপ কর্তৃপক্ষের দাবি, ইউজারদের বানানো ভিডিওর জন্য টিকটক কোনওভাবেই দায়ী নয়। তবে আপাতত আর টিকটিক ডাউনলোড করা যাবে না গুগল বা অ্যাপল স্টোর থেকে। কিন্তু যাঁদের ফোনে ইতিমধ্যেই ডাউনলোড করা রয়েছে, তাঁরা ব্যবহার করতে পারবেন এই অ্যাপ।
মাদ্রাজ হাইকোর্ট শর্ট ভিডিও মোবাইল অ্যাপ টিকটক-এর উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল এই রায় দেয় মাদ্রাজ হাই কোর্ট। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টিকটক কর্তৃপক্ষ। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানি হবে। তবে আপাতত মাদ্রাজ হাই কোর্টের নিষেধাজ্ঞার উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। বরং কেন্দ্রকে এই অ্যাপটি বন্ধের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ অনুযায়ী, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন মন্ত্রক গুগল এবং অ্যাপেল সংস্থাকে এই অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে। এরপরই গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।