বিজেপির মধ্যে প্রার্থী নিয়ে অন্তর্কলহ ছিলই। মাঝখানে কিছু সময়ের জন্য সেই অশান্তির পরিবেশ মিটলেও বোঝা যায়নি এই ঝামেলা আসলে ছাই চাপা আগুন। এবার বিজেপির গোষ্ঠীকোন্দলের সমস্যায় খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কেন্দ্র খড়গপুরে গোষ্ঠী সংঘর্ষে জেরবার গেরুয়া শিবির। দলের কর্মীদের মধ্যেই চলছে ব্যাপক মারধর, হিংসা। রামনবমীর দিন থেকেই জয়দীপ স্বর্ণকার ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিচ্ছিল কুণাল সরকাররা, অভিযোগ এমনটাই। টাউন থানাতে কুণাল সরকারের নামে অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগ তোলার জন্যই এই হামলা চালানো হয়। অভিযুক্ত কুণাল সরকারকে খড়গপুর থানার পুলিশ আটক করেছে । কুণাল সরকার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ।
অভিযোগ খড়্গপুরের সুভাষপল্লির বাসিন্দা জয়দীপ স্বর্ণকার ও তাঁর স্ত্রী ভারত মাতা সমিতির সদস্য বিজেপির ছবি স্বর্ণকারের ওপর হামলা চালায় কুণাল সরকার ও তাঁদের দলবল। মঙ্গলবার রাতে জয়দীপ স্বর্ণকার ও তাঁর স্ত্রী যখন সুভাষপল্লি গেটের কাছে দাঁড়িয়েছিলেন, তখন এই হামলা চালানো হয়। তাঁদের অশ্লীল গালিগালাজ করা হয় এমনকি বেধড়ক মারধর করা হয়।