দিনে দিনে পুলিশের খাতায় নাম থাকা অভিযুক্তদের আঁতুরঘর হয়ে উঠছে বিজেপি। এইবার বিজেপির খাতায় নাম লেখালেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তাতেই জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। ভোপাল লোকসভা কেন্দ্র থেকে শিবরাজ সিং চৌহান এবং উমা ভারতী প্রার্থী হতে আস্বীকার করায় সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাই এদিন সত্য হল। কংগ্রেস প্রার্থী দ্বিগবিজয় সিংয়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হচ্ছেন বলে খবর।
উল্লেখ্য নিশীথ প্রামানিকের মত কর্মীও এইবার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১১ টি অভিযোগ আছে। তার মধ্যে খুন (৩০২ ধারা ), খিনের চেষ্টা (৩০৭ ধারা), মহিলা নিগ্রহ(৩৫৪ ধারা) প্রধান। নীতিশের পরেই রয়েছে আর আলিপুরদুয়ারের একজন বিজেপি প্রার্থী জন। তাঁর বিরুদ্ধে আছে ৯টি অভিযোগ। আইপিসির ২৯ টি ধারায় অভিযুক্ত জন।
বিজেপির নতুন প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে ৬ জন মারা গিয়েছিলেন এবং ১০১ জন গুরুতর জখম হয়েছিলেন। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে এই ঘটনায় অভিযুক্ত করে ও গ্রেপ্তার করে।
এইভাবে একের পর এক অভিযুক্ত ব্যক্তি ভরে উঠছে বিজেপির অন্দরে। আগামী দিনে সেই তালিকাতে আর কার কার নাম উঠে আসে এখন সেটাই দেখার।