ভোটের আবহে গেরুয়া শিবিরের প্রচারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই বিজেপি প্রচারের দু’টি ভিডিয়ো ঘিরে বিতর্কে নাম জড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই বিজ্ঞাপনী ভিডিয়োতে অন্যায় ভাবে রাজনৈতিক স্বার্থে শিশুকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই ভিডিওতে আধো আধো বুলিতে প্রধানমন্ত্রীর গুনগান করে চলেছে এক শিশু। মোদীর কাজের ফিরিস্তি দিচ্ছে এক শিশুকে দিয়ে। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকেও এ ব্যাপারে মঙ্গলবার চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ২০১৫-র জুভেনাইল আইনের ৩ নম্বর ধারা মোতাবেক ওই ভিডিয়োগুলিতে শিশুদের ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কমিশন যেন তিন দিনের মধ্যে ভিডিয়ো নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে।
এই ভিডিয়োতে যে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করা হয়েছে তাই নয়, ভিডিয়োতে শিশুদের ব্যবহারের মাধ্যমে বিদ্বেষের বিষও ছড়ানো হয়েছে। কারণ, দ্বিতীয় ভিডিয়োতে ‘ উড়ি’ সিনেমার ডায়লগ, ‘এ নয়া ভারত হ্যায়। এ ঘর মে ঘুষেগা ভি। আউর মারেগা ভি’ শিশুদের দিয়ে বলানো হয়েছে। এ প্রসঙ্গে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, ‘বাচ্চাদের প্রচারে ব্যবহার করাটা সমীচীন মনে হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’
ভিডিয়ো দু’টি থেকে নির্মাতা ও প্রচারকের পরিচয় অবশ্য স্পষ্ট নয়। বোঝা যাচ্ছে না আদতে কি বার্তা দিতে চাইছে ওই ভিডিও থেকে মোদী! একটি ভিডিয়োয় প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। এক জায়গায় দেখা যাচ্ছে, একাধিক শিশু ‘নতুন ভারতে’র সপক্ষে সওয়াল করছে। তাদের হাতে ধরানো হয়েছে ‘ম্যায় ভি চৌকিদার হুঁ’র প্ল্যাকার্ড। সব শেষে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। দ্বিতীয় ভিডিয়োটি পাঁচ মিনিটের। তাতে কোনও রাজনৈতিক দলের বা অন্য কোনও সংস্থার নাম নেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা একটি শিশুর মুখের সামনে মাইক ধরে প্রশ্ন করছেন। প্রথমে শিশুটির নাম, বয়স, স্কুল সম্পর্কে জানতে চাইছেন প্রশ্নকর্তা। তার পরই প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? সরল ভাবে শিশুটিকে মোদীর নাম বলতে শোনা যাচ্ছে। শিশু অধিকার রক্ষায় যুক্ত কর্মীদের অভিযোগ, ভিডিয়োটি যত এগোয় ততই বিস্ময় বাড়ে।
সঞ্চালিকা শিশুটির কাছে জানতে চাইছেন, সে প্রধানমন্ত্রীকে ভালোবাসে কিনা। শিশুটি জানাচ্ছে, সে মোদীকে ভালোবাসে। এমনকী তার কারণ ব্যাখ্যা করে শিশুটিকে এ থেকে জেড পর্যন্ত আয়ুষ্মান ভারত, এয়ার স্ট্রাইক, ডিজিটাল ইন্ডিয়া, ইলেট্রিফায়েড ইন্ডিয়া, জিএসটি, হাইওয়ে কনস্ট্রাকশন, জনধন যোজনা, মেক ইন ইন্ডিয়া সম্পর্কে অক্ষর ধরে ধরে মোদী সরকারে বিভিন্ন প্রকল্প এবং কাজকর্ম গড়গড় করে বলে যেতেও শোনা যায়। ভিডিওতে বোঝা যাছে যে, বাচ্চটাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে। এই ভিডিওর মাধ্যমে নাবালকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে কমিশনের কাছে এর ঘটনার তীব্র বিরোধীতা করে অভিযোগ জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন।