গতকাল মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ঘোষিত হল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে রাখা হয়েছে ১৭ জনকে।তবে এবার বিশ্বকাপের দলে বড় চমক। দলে ডাক পেলেন ওয়ান ডে-তে অভিষেক না হওয়া ক্রিকেটারও।বিশ্বকাপ দল ঘোষণার সময় নির্বাচক জানান, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন এই দলের সেমিফাইনালে যাওয়ার সামর্থ্য আছে।
বাংলাদেশের পেস বিভাগে রয়েছেন মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। এঁদের থাকা নিয়ে কোনও প্রশ্নই ছিল না। তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটমহলে চর্চা হলেও বিশ্বকাপের দল নির্বাচন করতে বসে চমক দিয়েছেন নির্বাচকরা। এখনও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি আবু জায়েদ রাহীর।
ওয়ানডেতে না খেললেও পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে জায়েদের। উইকেটের দু’ প্রান্তে বল সুইং করাতে পারেন তিনি। ইংল্যান্ডের আবহাওয়ায় আবু জায়েদের এই সুইং বোলিং কাজে লাগবে বলে বিশ্বাস নির্বাচকদের। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টেস্টে আবু জায়েদ কার্যকরী বোলিং করেছেন। বিশ্বকাপে তাঁর দিকে নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটভক্তদের।
অভিজ্ঞতায় পূর্ণ এই দল মিনহাজুলের কাছে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সেরা। তিনি জানাচ্ছেন, “অবশ্যই সেরা দল। বিশ্বকাপের জন্য আমরা লম্বা সময় ধরে দল তৈরি করেছি। অবশ্যই এই মুহূর্তে এটাই সেরা দল। এখানে কিন্তু একজন বাদে বাকি সবারই অভিজ্ঞতা আছে ওয়ানডেতে খেলার। আবু জায়েদেরই কেবল অভিষেক হয়নি। সেই হিসেবে আমি মনে করি যে, এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা ভালো করব”। সেরা দল বিশ্বকাপে এবার কিরকম অঘটন ঘটায় এখন নজর সেইদিকেই।