ফের একবার বিরোধী পক্ষের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটল। ভোটের আগে বিভিনহ্ন বিরোধী নেতার বাড়িতে আয়কর দফতর তল্লাশি অভিযান শুরু করেছে। বুধবার আরও এক ধাপ এগিয়ে নবীন পট্টনায়ক ও এইচ ডি কুমারস্বামীর হেলিকপ্টারে হানা দিল তারা। গোটা ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিরোধীদের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দিচ্ছে বিজেপি। অঘোষিত ইমার্জেন্সি চলছে দেশজুড়ে।’
এদিন রৌরকেল্লার হেলিপ্যাড থেকে টেক অফ করতে যাচ্ছিল নবীন পট্টনায়েকের কপ্টার। ঠিক সেই মুহূর্তে কমিশনের কর্তাদের নেতৃত্বে আয়কর অফিসাররা পৌঁছে যান হেলিপ্যাডে। তাঁরা পরিচয় পত্র দেখিয়ে তল্লাশি শুরু দেন। যদিও নবীন হেলিকপ্টার থেকে নেমে রোদে দাঁড়াতে চাননি। তবে তার মধ্যেই তন্ন তন্ন করে দেখা হয় কপ্টারের ভিতরের সব কিছু। একই ভাবে তল্লাশি চলে কুমারস্বামীর কপ্টারে। কর্ণাটকের শিবমোগ্গায় প্রচারে গিয়েছিলেন তিনি। হেলিপ্যাডে তাঁর কপ্টার নামার পরই আয়কর অফিসাররা তল্লাশি শুরু করে দেন।
বুধবার মুর্শিদাবাদের কান্দিতে সভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে এই ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দিচ্ছে বিজেপি। অঘোষিত ইমার্জেন্সি চলছে দেশজুড়ে।’ এই ঘটনায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন কুমারস্বামীও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর হেলিকপ্টার থেকে কালো বাক্স নামছে, এসইউভি-তে চাপিয়ে তাও উধাও করে দেওয়া হচ্ছে। তখন কমিশন কোথায় ছিল?’