ভোট বাজারে চারিদিকে যেন উপহারের বন্যা। সব দলই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছেন। আর এখানেই, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। সবাই লোভনীয় উপহারের ঢালি নিয়ে হাজির জনগণের সামনে। ভোটে জিতলেই তাঁরা সেই উপহারগুলোর ঝাঁপি খুলে দেবে জনগনদের সামনে। ভোটারদের লোভ দেখাতে রাশি রাশি প্রতিশ্রুতির ঢেউ। তারই মাঝে সবাইকে ছাপিয়ে গেল সাঁঝি বিরাসত পার্টি। নির্বাচনী প্রতিশ্রুতিতে দিল্লির ভোটারদের প্রায় সবই ফ্রি-তে পাওয়ার আশা দেখালেন এই রাজনৈতিক দল।
তাঁরা দিল্লীর জনগণের সামনে রাখল আকর্ষণীয় অফার। তাঁরা তাঁদের ইস্তেহারে দাবি করেন যে তাঁদের ভোটে জেতালে ৫০% ডিসকাউন্ট মিলবে অ্যালকোহলে, ঈদের সময় ফ্রি-তে মিলবে পাঁঠার মাংস। বিনামূল্যে সোনাও পাবেন মহিলারা। শুধু এখানেই শেষ নয়। তাঁরা আরও প্রতিশ্রুতির কথা ছাপিয়েছেন। সেগুলি আরও চমকপ্রদ। তাঁদের দাবি যে পিএইচডি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, দিল্লি মেট্রো ও বাসে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিষেবা, বেসরকারি স্কুলে থাকবে না ফি, বিনামূল্যে মিলবে রেশন, কন্যা সন্তান জন্মালে ৫০,০০০ টাকা, মেয়ের বিয়েতে আড়াই লাখ টাকা, বেকারদের জন্য মাসে ১০,০০০ টাকা, বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসে ৫,০০০ টাকা করে পেনশন, এছাড়াও বেসরকারি হাসপাতালে ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা।
সাঁঝি বিরাসত দলের ইস্তেহারে ছাপানো হয়েছে তাঁদের দলের প্রার্থী অমিত শর্মার ছবি। তিনি উত্তর-পূর্ব দিল্লিতে লড়ছেন। আগামী ১২ মে ষষ্ঠ দফা নির্বাচনে দিল্লিতে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ।