আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস।আজকের ম্যাচ জিতে গেলেই প্লে-অফের টিকিট চলে আসবে হাতের মুঠোয়। আজকের ম্যাচ জিততে বোলিংকেই অধিক গুরুত্ব দিচ্ছেন ধোনি।
সিএসকে বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স শুনিয়ে দিয়ে গেলেন, ডেথ ওভার বোলিংই তাঁদের দলের সাফল্যের সেরা অস্ত্র। আর তাকেই প্রয়োজন মতো ব্যবহার করে তাঁরা পৌঁছে যেতে চান লক্ষ্যে। সিমন্স বলেছেন, ‘‘এটা বলতে কোনও বাধা নেই, চেন্নাই সুপার কিংস দলের সেরা অস্ত্র ডেথ ওভার বোলিং। আমাদের বোলাররা সেই সময়ে দারুণ কার্যকরী ভূমিকা নিচ্ছে।’’ গত রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের প্রসঙ্গ টেনে সিমন্স বলেছেন, ‘‘আমি তো মনে করি, ওই ম্যাচে ডেথ ওভার বোলিং চলতি আইপিএলে সেরা ছিল। আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা চালিয়ে যাচ্ছি। তার সুফলও মিলছে। প্রতিযোগিতা যত এগোবে, এই ডেথ ওভার বোলিং আমাদের সেরা হাতিয়ার হবে।’’
চেন্নাইকে আগাগোড়া অপ্রতিরোধ্য দেখাচ্ছে। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ধোনি আউট হয়ে যাওয়ার পরেও ম্যাচ ফিনিশ করে আসেন জাডেজা ও রায়না। আবার মিচেল স্যান্টনারও শেষ বলে ছয় মেরে জিতিয়েছেন। বল হাতে ভারতীয় পেসারদের মধ্যে দীপক চাহার নিয়মিত পারফর্ম করছেন। ধোনির টিমের প্লাস পয়েন্ট, দুই দক্ষিণ আফ্রিকান ফাফ দু প্লেসি ও ইমরান তাহির। তাহির প্রতি ম্যাচে চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা নিচ্ছেন। দু প্লেসিও ভালো ফর্মে।
চলতি আইপিএলে সব চেয়ে ভাল জায়গায় রয়েছে ধোনির দল। সিমন্সের কথায়, ‘‘আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশি। সেটা আমাদের পক্ষে লাভদায়ক হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, হরভজন সিংহ, ইমরান তাহিরের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় কঠিন ম্যাচে জেতাও সহজ হয়ে গিয়েছে। শেষ ম্যাচে রায়নার ব্যাটিং ছিল অসাধারণ। আমরা চাই পরিস্থিতি বুঝে নিজেদের প্রয়োগ করতে। তার আগে বুধবারের জয় নিশ্চিত করা দরকার।’’
অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে চাপেই পড়ে গিয়েছে সানরাইজার্স শিবির। দলের এক নম্বর তারকা ডেভিড ওয়ার্নারের মনে হচ্ছে, মাঝের সারিকে দায়িত্ব নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখতে হবে। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়েছে মাঝেকর সারিকে প্রতিকূল পরিস্থিতির মুখে সাহস নিয়ে লড়াই করতে হবে। সেটা শেষ ম্যাচে হয়নি।’’ যদিও ওয়ার্নার এ-ও জানিয়ে দিয়েছেন, তিনি এখন আর দল তৈরি করার বিষয়ের সঙ্গে যুক্ত নন। তিনি বলেছেন, ‘‘দল কী হবে, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং এ বার আমি তার সঙ্গে যুক্ত নেই। ফলে আমার পক্ষে কাকে খেলানো দরকার, তা নিয়ে মতামত দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমার মনে হয়েছে, মাঝের দিকে অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা দরকার। না হলে পরের দিকে চাপ বেড়ে যায়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তা নিয়ে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’’