‘প্রতি পাঁচ বছরেই সরকার পরিবর্তন হতে পারে। তাই কোনও সংস্থারই সাহায্যের জন্য সরকারের উপর নির্ভরশীল হওয়া উচিৎ নয়’। এমনই মন্তব্য করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।
মহোপাধ্যায় ভি ভি মিরাসির ১২৫ তম জন্মশতবর্ষে যোগ দিতে এসেছিলেন মোহন ভাগবত। সেখানেই তিনি জানান, সামাজিক কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলির কখনই সরকারের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। ভাগবতের কথায়, ‘কেউ যদি সরকারের সঙ্গে কথা বলতে চায়, তাহলে বলতেই পারে। কিন্তু আমি মনে করি সরকারের উপর কখনই নির্ভরশীল হওয়া উচিত নয়। আগে রাজতন্ত্র ছিল। সেখানে এক–একজন ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত রাজত্ব করতেন। কিন্তু এখন সেটা হয় না। প্রতি পাঁচ বছরেই সরকার পরিবর্তন হতে পারে। তাই এখানে কোনও বিশ্বাসের জায়গা নেই। তাই যতক্ষণ আছে, ততক্ষণই ব্যবহার করো’।
ভাগবতের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী বিদায় আসন্ন বুঝেই এই মন্তব্য করেছেন সঙ্ঘপ্রধান।ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপির পরাজয়ের কথা। কয়েকদিন আগে আরএসএস-এর একটি গোপন রিপোর্ট ফাঁস হয়ে যায়। সেখানেও মোদী সরকারের পরাজয় নিশ্চিত ছিল। ওই রিপোর্ট প্রকাশ্যে চলে আসার জন্যই আর রাখঢাক না রেখে ভাগবত এভাবে খোলাখুলি মোদী সরকারের বিদায়ের কথা বললেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
