নির্বাচনের দিন যত গড়াচ্ছে বিজেপি নেতৃত্ব ততই লাগাম ছাড়া মন্তব্য করছেন তাঁদের বিরোধীদের উদ্দেশ্যে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এইরকমই লাগাম ছাড়া মন্তব্য করে বিতর্কে জড়ালেন এক প্রাক্তন বিজেপি বিধায়ক। ১০০ বার স্নান করলেও মোষের মতই দেখতে লাগবে এইচডি কুমারস্বামীকে এমনই মন্তব্য করলেন এই বিজেপি নেতা।
প্রসঙ্গত, কিছুদিন আগে কুমারস্বামী, মোদীকে কটাক্ষ করে বলেছিলেন যে ক্যামের সামনে আসার আগে মুখে মেকআপ ও ওয়্যাক্সিং করেন নমো। তারই জবাব দিতে গিয়ে বিজেপির এই প্রাক্তন বিধায়ক রাজু কাগে বলেন যে নরেন্দ্র মোদী ফর্সা আর কুমারস্বামী কালো। এইভাবেই তিনি তাঁর মন্তব্যে বর্ণবৈষম্যকে টেনে এনেছেন। তিনি বলেন, ‘কুমারস্বামী বলেছেন, নরেন্দ্র মোদী দিনে ১০ বার পাউডার মাখেন আর ১০ বার জামাকাপড় বদলান। আরে, মোদীজি ফরসা ও সুন্দর দেখতে। কুমারস্বামী, আপনি যদি ১০০ বারও স্নান করেন, তাও আপনাকে মহিষের মতোই দেখতে লাগবে।’
লোকসভা নির্বাচন চলছে। আর দিনকে দিন বিজেপি নেতারা ব্যক্তি আক্রমণে নেমে এসেছে ময়দানে। কেউ হুমকি দিচ্ছেন, কেউ ভয় দেখছেন আবার কেউ কু-মন্তব্য করে বসছে। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে বিজেপির নেতা-নেত্রীরা। শালীনতার মাত্রা থাকছে না তাঁদের কথায়।