[Total_Soft_Poll id=”5″]
সাময়িকভাবে সব উড়ান বাতিল করতে চলেছে এয়ারওয়েজ । ঋণে জর্জরিত এয়ারওয়েজের সাময়িকভাবে সব উড়ান বাতিল করা হলে বিপাকে পড়বেন যাত্রীরা। এই উড়ান বাতিও হবার খবর ছড়িয়ে পড়তেই চারদিকে জোর চর্চা শুরু হয়ে গেছে। কারণ অনেকেরই আগাম টিকিট কাটা রয়েছে। তার মধ্যে বেশিরভাগই আন্তর্জাতিক উড়ানের টিকিট বলে সূত্রের খবর। অনেক যাত্রী জেট এয়ারওয়েজের এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ক্ষোভ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জেট এয়ারওয়েজ সূত্রে খবর, পর্যাপ্ত পরিমান অর্থ নেই জ্বালানি এবং অপারেশানাল খরচ করার মতো তাই একপ্রকার বাধ্য হয়েই সব উড়ান সাময়িক ভাবে বাতিল করা হয়েছে।
[Total_Soft_Poll id=”6″]
জানা গিয়েছে, এয়ারওয়েজের ৮ হাজার কোটি টাকা দেনা আছে। তাই জন্য ১০টি বিমান নিয়ে তারা কাজ চালাচ্ছে। সম্প্রতি জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল এবং স্ত্রী অনিতা গোয়েল গত মাসে এই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন। এসবিআই ক্যাপিটাল মার্কেটসের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে এই বিমান সংস্থাকে বাঁচানোর। ১৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। কবে থেকে তা চালু হবে তা কিছু এখনও জানানো হয়নি। তবে আর্থিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
[Total_Soft_Poll id=”7″]
