[Total_Soft_Poll id=”5″]
ভোটের বাজারে একের পর এক মন্তব্যের ঝড় উঠেই চলেছে। এইবার সেই স্রোতে গা ভাসালেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সরাসরি তোপ দাগলেন কংগ্রেসের এই নেতা।
মঙ্গলবার গুজরাতের ড্যাং জেলায় ভালসাদ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জিতু চৌধুরীর হয়ে প্রচারে যান তিনি। আর সেই প্রচার মঞ্চ থেকেই সরাসরি অভিযোগ করেন যে শুধুমাত্র বিত্তবানদের জন্যই কাজ করেন মোদী। জনসভার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অবাক হচ্ছি ভেবে যে রাজ্যে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদীও জন্মেছিল।’
[Total_Soft_Poll id=”6″]
শুধু তাই নয়। তিনি প্রধানমন্ত্রীকে ‘ঝুটা নম্বর ওয়ান’ ও ‘ফেকু নম্বর ওয়ান’ বলেও কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী শুধু প্রতিশ্রুতিরই বন্যা বইয়ে দেন কাজের কাজ করেন না বলেও অভিযোগ করেন সিধু। প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়েও তোপ দাগেন কংগ্রেস নেতা।
[Total_Soft_Poll id=”7″]
পাশাপাশি তিনি কংগ্রেসের হয়ে দাবি করেন যে লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অবিলম্বে গুজরাতের কৃষকদের যাবতীয় ঋণ মকুব করে দেবেন।