নববর্ষের দিনে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থীরা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র রোড শো করলেন কৃষ্ণনগর-২ ব্লকের সাধনপাড়া-২ এবং ধুবুলিয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁকে দেখার জন্যে উপচে পড়ে ভীড়। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে গেলেন মহুয়া।
[Total_Soft_Poll id=”5″]
নববর্ষের প্রথম দিন থেকেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোট প্রচার সারলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাস। সকাল থেকেই তিনি রানাঘাত উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর-১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে, আবার কখনও হুডখোলা গাড়িতে প্রচার করলেন। তিনি বললেন, “ এখানকার সব সমস্যার কথা সংসদে তুলে ধরব”।
[Total_Soft_Poll id=”6″]
রূপালির সঙ্গে ছিলেন বিধায়ক সমীর পোদ্দার। তিনি বলেন, “কৃষ্ণগঞ্জ বিধানসভা রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা লাগোয়া। সত্যজিত বেঁচে থাকাকালীন সীমান্তের এই সমস্ত এলাকায় আমরা একসঙ্গে আলোচনা করে নানা কাজ করেছি। আমার বিশ্বাস রূপালিও খুব ভালো করে কাজ করবে”। সব মিলিয়ে বছরের প্রথম দিনে আবারও সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন প্রার্থীরা, তাঁদের পাশে সবসময় তৃণমূল আছে।
[Total_Soft_Poll id=”7″]
