লোকসভা ভোটকে কেন্দ্র করে চাপানউতোরের ঝড় যেন থামতেই চাইছে না। রাজনৈতিক নেতাদের মন্তব্য ও কার্যকলাপকে ঘিরে একের পর এক চাপানউতোর যেন হয়েই চলেছে। আর এই রেসে নতুন মাত্রা দিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। বিজেপি শিবিরকে হারাতে মুসলিমদের আহ্বান জানালেন তিনি।
[Total_Soft_Poll id=”5″]
বলরামপুরে একটি জনসবায় সিধু মুসলিমদের একজোট হয়ে কংগ্রেসকে জয়ী করার কথা বলেন৷ আর এভাবেই বিজেপিকে ধরাশায়ী করা সম্ভব বলে আশাবাদী সিধু। তিনি বলেন, ‘মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ৷ শতকরা ৬২ শতাংশ৷ বিজেপির ষড়যন্ত্রকারীরা তাদের বিভক্ত করতে পারবে না৷ মুসলিমরা একজোট হয়ে থাকলে বিশ্বের কোনও শক্তি কংগ্রেসকে পরাজিত করতে পারবে না৷’ কয়েকদিন আগেই মায়াবতী একই সুরে কথা বলেছিলেন। তারপর সিধু।
[Total_Soft_Poll id=”6″]
সিধুর এই স্পষ্ট বক্তব্যে সারা দেশে রাজনৈতিক মঞ্চে এক নতুন দিক নিল। এই আহ্বান কতটা কার্যকরী হয় সেটাই বোঝা যাবে ২৩ মে ভোটের ফলের পরই।
[Total_Soft_Poll id=”7″]
