লোকসভা নির্বাচনের মধ্যেই প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। পার্টি অফিসে এক মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে। রানাঘাট থানায় এফআইআর করেছেন ওই মহিলা বিজেপি নেত্রী।
[Total_Soft_Poll id=”5″]
অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের সম্পাদকের পদে আছেন তিনি। অভিযোগকারী মহিলা নেত্রী বলেন যে গত বৃহস্পতিবার প্রচারের কিছু সামগ্রী নিতে পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনওরকমে পালিয়ে বাঁচেন ওই বিজেপি নেত্রী। তিনি আরও জানান যে ঘটনাটি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার-সহ দলের শীর্ষ নেতাদের জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে।
[Total_Soft_Poll id=”6″]
লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে কে প্রার্থী হবে এই নিয়ে চাপানউতোর চলছিল কদিন ধরেই। শেষে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এইদিন জগন্নাথবাবুর কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর বয়স সত্তর পেরিয়ে গিয়েছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।’ এদিকে লোকসভা নির্বাচন চলাকালীন এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
[Total_Soft_Poll id=”7″]