ভারত নিরাপদ নয়। তাই দেশ ছাড়তে হচ্ছে বহু বিত্তশালীদের। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে অ্যাফ্রো এশিয়া ব্যাঙ্ক এবং নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ -এর যৌথ উদ্যোগে ‘গ্লোবাল ওয়েল্থ মাইগ্রেশন রিভিউ রিপোর্ট ২০১৯’ নামের একটি গবেষণাপত্রে। মোদী জামানায় দেশত্যাগী ধনকুবের তালিকায় ভারত তিন নম্বরে।
মোদী দেশজুড়ে নিরাপত্তার কথা, সেনার কথা বললেও তিনি যে বাস্তবে নিরাপত্তা দিতে অক্ষম সেটাই মনে করছে বহু রাজনীতিবিদ। এটাই স্পষ্ট এই রিপোর্টেও। বিত্তশালী বলতে এখানে বলা হয়েছে ধনীদের কথাই। অর্থনীতির ভাষায় তার নাম ‘এইচএনডাব্লিউআই বা হাই নেটওয়ার্দ ইন্ডিভিজুয়াল’। যাঁদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এক মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকা, তাঁদেরকেই রাখা হয়েছে বিত্তশালী বা ধনকুবেরদের তালিকায়।
সদ্যপ্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু ২০১৮ সালেই দেশ ছেড়েছেন অন্তত ৫,০০০ জন ভারতীয় ধনকুবের। দেশ ছাড়া ধনকুবেরদের তালিকায় এখন চিন আর রাশিয়ার পরেই ভারত।
এখন এটাই প্রশ্ন কেন এত বিত্তশালী মানুষ দেশ ত্যাগ করছেন? এই রিপোর্টে কারণ হিসাবে উঠে এসেছে মূলত নিরাপত্তা। নিরাপত্তাহীনতার কারণেই তাঁরা দেশ ত্যাগ করেছেন। এই নিরাপত্তাহীনতার মধ্যে রাখা হয়েছে— মহিলা ও শিশুদের নিরাপত্তা, জলবায়ু, পরিবেশ, সন্তানের শিক্ষার পরিকাঠামো, কাজের পরিবেশ, আর্থিক দুশ্চিন্তা, স্বাস্থ্য পরিকাঠামো, জীবনযাত্রার মান এবং ধর্মীয় উত্তেজনা।