[Total_Soft_Poll id=”5″]
সুপ্রিম কোর্টের রায়ে অস্বস্তি বাড়ল ভারতী ঘোষের। পুলিশ কর্তার চাকরি ছেড়ে আপাতত তিনি বিজেপি প্রার্থী। ভারতী ঘোষ সরকারিভাবে পলাতক। কিন্তু আর নিজেকে নিয়ে এইভাবে পালাতে পারবেন না তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তাঁকে রাজ্য পুলিশের কাছে জেরার জন্যও আসতে হতে পারে।
[Total_Soft_Poll id=”6″]
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ জানান, ‘তদন্তে সহযোগিতা করতে হবে ভারতী ঘোষকে।’ শুধু তাই নয়, রাজ্য পুলিশ তাঁকে জেরার জন্য নোটিশ পাঠিয়ে ডাকতে পারবেন। আর ভারতীকে সহযোগিতা করার কথাও বলেন। বিচারপতি রাজ্যের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নোটিশ পাঠিয়ে জেরার জন্য ডেকে পাঠান ভারতী ঘোষকে, ডাকার পরেও উনি হাজিরা না দিলে তখন উপযুক্ত ব্যবস্থা নেব।’ পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।
[Total_Soft_Poll id=”7″]
