তিনি সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। মেহনতি মানুষের ‘কন্ঠস্বর’। অথচ সল্টলেক ও শিলিগুড়িতে তাঁর দুটি ফ্ল্যাট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তিনি রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
কলকাতার খিদিরপুর অঞ্চলে সেলিমের বাড়ি। সেখানেই সুসজ্জিত ফ্ল্যাটে সপরিবারে থাকেন সেলিম। এখন রায়গঞ্জের পার্টি অফিসে থেকে প্রচার করছেন। বাম জামানায় চিত্তরঞ্জন শিশু হাসপাতালের ওপরটা জবরদখল করে সপরিবারে থাকতেন সেলিম। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সেটি জবরদখল মুক্ত করেন। সম্প্রতি নির্বাচন কমিশনকে সেলিমের দেওয়া হলফনামায় দেখা গেছে, সল্টলেক এবং শিলিগুড়িতে সেলিমের আরও দুটি ফ্ল্যাট আছে। যে সে ফ্ল্যাট নয়, একেবারে হাজার স্কোয়্যার ফুটের ওপর। আর এই জোড়া ফ্ল্যাটের দাম মাত্র ২১ লাখ টাকা।
এখানেই উঠছে প্রশ্ন। মাত্র ২১ লাখ টাকায় জোড়া ফ্ল্যাট কার থেকে ‘জোগাড় করলেন’ মহম্মদ সেলিম! এর মধ্যে সল্টলেকের ফ্ল্যাটটি ১, ২১৯ স্কোয়্যার ফুটের। আর দাম? মাত্র ৯.৭০ লাখ টাকা। প্রশ্ন, সল্টলেকের মতো জায়গায় ১,২১৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাটের দাম কী করে ৯.৭০ লাখ টাকা হয়? এই ফ্ল্যাটটি নেওয়া হয়েছে সেলিমের স্ত্রীর নামে। শিলিগুড়ির ফ্ল্যাটটিরও একই চিত্র। সেটাও আলিশান এবং সেলিমের স্ত্রীর নামে কেনা। এবং সেটার দাম মাত্র ১২ লাখ টাকা।
সাধারণ মানুষ বলছেন, কেনা নয়, বাগানো হয়েছে ফ্ল্যাট ২টো। কারণ, যে কোনও সুস্থ স্বাভাবিক মানুষই জানে সল্টলেকের মতো জায়গায় একটা ১৩০০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাটের দামই কোটি টাকার কাছাকাছি। সেখানে কোন জাদুমন্ত্রে ৯.৭০ লাখ টাকায় ১, ২১৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পেলেন সেলিম? আর যদি সত্যি এমন দামে এমন ফ্ল্যাট পাওয়া যায়, তাহলে অনেক ক্রেতাই আগ্রহী। তাঁরা সেলিমের কাছে জানতে চান, কার সঙ্গে যোগাযোগ করলে এমন ফ্ল্যাট পাওয়া যাবে। নাকি সরাসরি সেলিমের সঙ্গেই যোগাযোগ করতে হবে। এমন সস্তায় ‘চমকপ্রদ’ পুষ্টিকর ফ্ল্যাটের হদিশ পেতে আক্ষরিক অর্থেই হামলে পড়েছেন ক্রেতারা। বাড়ি-ফ্ল্যাটের দালালরাও এখন গরুখোঁজা খুঁজছেন সেলিমকে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেলিমের এমন ‘বাজি মারা’ কৃতিত্বের কথা। অনেকেই সেলিমের থেকে ফ্ল্যাট দুটি কিনতে চেয়েছেন। লিখেছেন, ‘কলকাতা ও শিলিগুড়িতে ২টি ফ্ল্যাট আছে যার বাজারমূল্য ২১ লাখ। আমি ২২ লাখ দিচ্ছি। ১ লাখ বেশী। আমার কাছে ফ্ল্যাট ২টি বিক্রি করবেন?’
‘সর্বহারা’ সেলিমের সল্টলেক ও শিলিগুড়ির ফ্ল্যাট দুটি নিয়ে এখন সিপিএমের অভ্যন্তরেও জোরালো গুঞ্জন ছড়িয়েছে।