আজ পয়লা বৈশাখ। বাংলা বছরের শুভ সূচনা। অন্যদিকে ভোটযুদ্ধ। বাঙালিরা নববর্ষের আবহে গা ভাসিয়ে দিচ্ছে। কিন্তু তা বলে ভোট প্রচার তো বন্ধ হলে চলবে না। নির্বাচন যে দোরগোড়ায়। তাই বাঙালিদের এই ভোট উৎসবে বাঙালিয়ানাতে ভরিয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তৃণমূল প্রার্থীরা। উঠল ঢাকের বোল, উলু-শঙ্খধ্বনি। আলপনায় রাঙালো রাস্তা। অভিনব কায়দায় চলল তৃণমূলের জন সংযোগ।
উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতে তুলে নিয়েছেন তুলি। বসে গেছেন রাস্তায় আলপনা আঁকতে। আর তাঁকে ঘিরেই পথচলতি মানুষের উপচে পড়া ভিড়। ঢাক-কাঁসরের বোলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল আদ্যপান্ত বাঙালি উৎসবের আবেশ।
উত্তর কলকাতার মত চিত্র হুগলির চুঁচুড়াতেও। জনতার ভিড়ে মিশে গেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। প্রার্থী নিজেও মেতে উঠলেন বর্ষবরণে। আলপনা আঁকলেন নিজের হাতে।
এই অভিনব উদ্যোগে মেতেছে সারা বাংলা। নির্বাচনী বক্তৃতা নেই আজ। উৎসবের আবহেই যেন ছুঁয়ে গেল লোকসভা ভোটের প্রচার। রাজনীতির ঝাঁজ কমিয়েও বাংলা ১৪২৬ নববর্ষের প্রথম দিনে প্রার্থীরা কার্যত থাকলেন রাজনীতিতেই।