তাঁর নেতৃত্বে গোটা দেশের মধ্যেই ‘এগিয়ে বাংলা’। তাঁর আমল গোটা বাংলা জুড়েই বইছে উন্নয়নের জোয়ার। আজ, সোমবার, পয়লা বৈশাখে বাংলা ও বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা ক্যালেন্ডার মতে আজ থেকে শুরু বাঙালির নতুন বছর। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি টুইট মমতা। তিনি লেখেন, ‘শুভ নববর্ষে সকলকে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ। আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।’
ভোটের মরশুমে প্রচার কাজে ভীষণ ব্যস্ত থাকলেও বছর শুরুর দিনে সকলকে তাঁর শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷ শত ব্যস্ততার মধ্যেই রাজ্যবাসীর কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছেন বাংলার উন্নয়নের কান্ডারী। এতেই বোঝা যায়, তিনি এক সাচ্চা জননেত্রী, সকলের নেত্রী।
উল্লেখ্য, গতকাল, রবিবার বাংলাদেশের মানুষদেরও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা৷ টুইটারে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশের ভাই বোনেদের জানাই নতুন বছরের শুভেচ্ছা৷ শুভ নববর্ষ।’