চলতি আইপিএলের মরশুমে টানা ছয় ম্যাচে হারের পর সবে জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে তারা। কিন্তু এই জয়ের দিনে অধিনায়ক বিরাট কোহলির শাস্তির বার্তা কিছুটা হতাশা বয়ে এনেছে। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কমিটি। দ্বাদশ আইপিএলের আসরে একই অপরাধের জন্য ইতিমধ্যে একই আর্থিক অঙ্কের জরিমানা গুনেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার।
আইপিএল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এটা স্লো ওভার রেট সংক্রান্ত প্রথম ভুল, তাই সর্বনিম্ন ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে অধিনায়ক বিরাট কোহলির’। উল্লেখ্য, মোহালিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ৬৪ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন ক্রিস গেইল। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি’র ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স। ৫৩ বলে ৬৭ রান করে আউট হন কোহলি। তবে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডি’ভিলিয়ার্স। ম্যাচ শেষে কোহলি জানান, কঠিন সময়ে স্ত্রী অনুষ্কার কাছ থেকে পাওয়া মানসিক শক্তি ও মূল্যবান প্রেরণাই তাঁকে মনোবল জুগিয়েছে।