ফুটবলে সাফল্য লাভের প্রত্যাশায় পয়লা বৈশাখে বারপুজো উদযাপন করে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং তাদের মতো আরও অসংখ্য ক্লাব। এই পূজার মূল লক্ষ্য এই যে, প্রথম দিনটি যদি ভালো কাটে তাহলে সারা বছরই ভালো যাবে। এবছরেও আয়োজন করা হয়েছে এই পুজোর।
বাংলা নববর্ষের দিন ইস্ট-মোহনে পুজো পুজো গন্ধ পাওয়া যায়, এটাই স্বাভাবিক ব্যাপার, আজও। সমর্থকদের ভিড় থাকে প্রিয় ক্লাবে। দুই প্রধানেই বৈঠকী মেজাজ থাকে এদিন। মন্ত্র উচ্চারণ করেন পুরোহিতরা। নতুন মরসুমের অধিনায়ক রীতিনীতি মেনে সংকল্প করেন। কেমন যেন একটা পুজো পুজো ভাব। পুজোপার্বণের দিন যেমন লাগে।
অন্যথা হয়নি এবারেও। ইস্ট বেঙ্গলের বারপুজো সত্যিই স্পেশাল। শতবর্ষ শুরু হওয়ার সাড়ে তিন মাস বাকি থাকলেও ইস্ট বেঙ্গলের শতবার্ষিকী বারপুজো সোমবারই। ক্লাবের উদ্যোগে হওয়া ‘শতবর্ষে ইস্ট বেঙ্গল’ তথ্যচিত্রটির শ্যুটিংও সোমবার করবেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ। সিনিয়ারিটির ভিত্তিতে আপাতত ব্র্যান্ডনকে অধিনায়ক করা হচ্ছে কর্মসমিতির অনুমোদনসাপেক্ষে।
পুজো হয়েছে মোহনবাগানেও। এরই মধ্যে মোহন বাগান সমর্থকদের কাছে সুখবর, ইউ টিউবে ‘মোহন বাগান টিভি’ নিয়ে আসা। আসন্ন মরশুমে মোহন বাগানের ম্যাচ কোনও চ্যানেলে দেখানো না হলেও ভিডিও রেকর্ডিং করে ইউ টিউবে মোহন বাগান টিভি’তে লোড করলে সমর্থকরা কিছুটা বিলম্বে দেখতে পারেন প্রিয় দলের ম্যাচ । আই লিগের ক্লাবগুলি সেখানেই খেলুক না কেন সুপার কাপে বয়কটের পরিপ্রেক্ষিতে মিনার্ভা, মোহন বাগান, আইজল, ইস্ট বেঙ্গলের খেলা স্টার স্পোর্টস নিয়মিত নাও দেখাতে পারে। তাই নববর্ষে ‘মোহন বাগান টিভি’ আনা তাই অনেকটাই সময়ের দাবি মেনেই।