মোদীর আচ্ছে দিনে মুখ থুবড়ে পড়েছে জেট এয়ারওয়েজ। উড়ান বন্ধ হয়ে গেছে অধিকাংশ বিমানের। এই অবস্থায় জেট এয়ারওয়েজকে বাঁচাতে স্টেট ব্যাঙ্কের কাছে ১৫০০ কোটি টাকা অর্থসাহায্য চেয়েছে সংস্থা। পাশাপাশি ঋণে জর্জরিত বিমান সংস্থার ২০,০০০ কর্মীর চাকরি রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন তাঁরা।
জেট এয়ারওয়েজের পাইলটদের সংগঠন ‘ন্যাশনাল এভিয়েটরস গিল্ড’ আজ সোমবার বিমান সংস্থার জন্য এসবিআই-য়ের কাছে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করতে আবেদন জানিয়েছে। এই অর্থবরাদ্দ করা হবে কিনা তা নিয়ে এদিনই বৈঠক করবে ঋণদাতারা। গত কয়েকদিনে পরপর উড়ান বাতিল হওয়ায় গভীর সমস্যায় পড়তে হয়েছে হাজার হাজার যাত্রীকেও।
বকেয়া বেতন না-মেলার প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে আর কোনও বিমান ওড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এভিয়েটরস গিল্ডের ১১০০ পাইলট। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে জরুরী ভিত্তিতে বৈঠক ডাকে সরকার।
পাইলটদের পাশাপাশি জানুয়ারি মাস থেকে বেতন পাননি ইঞ্জিনিয়ার ও ম্যানেজমেণ্ট কর্মীরা। ঋণে জর্জরিত বিমানসংস্থাটি মার্চে অন্য কর্মীদেরও বেতন দেয়নি। জেটের ফুলটাইম ১৬০০ পাইলটের মধ্যে ১১০০ জনই এনএজি-র অন্তর্গত। বেতন না মেলায় এর আগে তারা ১ এপ্রিল থেকে উড়ান বন্ধ করবে বলে হুমকি দিয়েছিল। নয়া ম্যানেজমেন্টকে আরও একটু সময় দিতে, ৩১ মার্চ তাঁদের সেই সিদ্ধান্ত ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
