কিছুদিন আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে অসংযত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। তাঁদের হুমকি দিয়েছিলেন মানেকা। আবারও এক বিতর্কিত মন্তব্য করলেন তিনি। নিজের কেন্দ্রে এক সভায় মানেকা গান্ধী বলেন, ‘‘যে গ্রাম বা অঞ্চল থেকে যত বেশি ভোট পাব সেখানে তত বেশি কাজ হবে৷’’ এখানেই শেষ নয়৷ কাজের সুবিধায় ভোটারদের গ্রেডও নির্ধারণ করেন৷ জানান, যে আঞ্চল বা গ্রাম থেকে বিজেপি ৮০ শতাংশের বেশি ভোট পাবে তারা সবার আগে সুযোগ সুবিধা পাবেন ও কাজ হবে৷ এইসব অঞ্চলকে ‘এ’ গ্রেড বলে চিহ্নিত করেন মানেকা৷
৬০ শতাংশের বেশি ভোট পেলে তা ‘বি’ ক্যাটাগরিতে পড়বে৷ পর্যায়ক্রমে ৫০ ও ৩০ শতাংশ বোট যে সব এলাকা থেকে পাবেন মানেকা তা ‘সি’ ও ‘ডি’ গ্রেডভুক্ত বলে ধরা হয়েছে৷ শেষ দুই গ্রেড এলাকার কাজ প্রথম দুই ধাপের তুলনায় পরে হবে বলে সভাতেই স্পষ্ট করে দেন সুলতানপুরের গেরুয়া শিবিরের প্রার্থী মানেকা৷ বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ভোটের আগেই যদি এই অবস্থা হয়, তাদলে জিতে গেলে কী অবস্থা হবে?
ভোটারদের প্রবাবিত করতে হুমকি দিচ্ছেন তিনি এমনটাই অভিযোগ কংগ্রেস, মহাজোট-সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর৷ প্রতিবাদে কমিশনে অভিযোগের কথাও বিবেচনা করছেন তারা৷ এর আগে তিনি বলেছিলেন, সংখ্যালঘুরা যদি ভোট না দেয় তাহলে পরে তার ব্যবস্থা নেবেন, এই মন্তব্যর মধ্যে দিয়ে মানেকা গান্ধী কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে এমনটাই মনে করছেন অনেকেই। বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন। নির্বাচনী জনসভায় বিতর্কীত মন্তব্য প্রেক্ষিতে মনেকা গান্ধীকে শোকজ করে কমিশন৷ মানেকার মন্তব্যের মাধ্যমেই মানুষের প্রতি বিজেপির কি দৃষ্টিভঙ্গি তা স্পষ্ট হচ্ছ বলে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা৷