বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দল। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধরীকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করেন। বিরাট কোহলির নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা হল।
দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে জয়গা পেলেন দীনেশ কার্তিক। এছাড়াও দলে আছেন কেদার যাদব, কে এল রাহুল ও বিজয় শঙ্কর। ওপেনার হিসাবে রোহিতের সঙ্গে দেখা যাবে শিখর ধাওয়ানকে। দলে তিন স্পিনার হিসাবে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল।
নির্বাচনী বৈঠকের মূল আকর্ষণ যে দীনেশ কার্তিক বনাম ঋষভের পন্থের লড়াই হতে চলেছে, তা মোটামুটি আন্দাজ করা গিয়েছিল। তবে আগ্রাসী ভঙ্গিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ঋষভ পন্থ। বহু প্রাক্তনরাও তাঁর হয়েই সওয়াল করেছিলেন। তবে পন্থের তারুণ্যের পরিবর্তে ফিনিসার কার্তিকের অভিজ্ঞতাকেই বেছে নিলেন এম এস কে প্রসাদরা। একইভাবে আলোচনায় থাকলে দলে জায়গা পাননি অম্বাতি রাইডু।
বিশ্বকাপের ভারতীয় দলের ১৫ জন সদস্য :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি।