কেকেআরের ঘরের মাঠে নাইটবাহিনীকে হারানোর পরে দিল্লী ক্যাপিটালস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দাবি ছিল, তাঁদের কাছে প্লে অফের টিকিট নিশ্চিত করার দর্শনটা স্পষ্ট হয়ে গিয়েছে। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৯ রানে হারিয়ে দলের বোলিং বিগ্রেড প্রতিপক্ষদের কাছে সতর্কবার্তা পাঠিয়ে দিলেন। শুহু তাই নয়, পয়েন্ট টেবলের দুই নম্বরেই উঠল দিল্লী। কাগিসো রাবাডা, কিমো পল এবং ক্রিস মরিস—এই পেস ত্রিফলায় বিদ্ধ ওয়ার্নারদের দল। রবিবারের ম্যাচ হেরে টেবলের ছয় নম্বরে নেমে গেল হায়দ্রাবাদ।
পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা ডেভিড ওয়ার্নারদের দলের কাছে প্লে অফ দৌড়ে থাকার লক্ষ্যে রবিবারের ম্যাচ জেতা প্রয়োজনীয় ছিল। সেই অভিযানে গত ম্যাচে কলকাতায় কেকেআরকে হারিয়ে যাওয়া দিল্লী ক্যাপিটালস বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। দিল্লী ক্যাপিটালস ২০ ওভারে তোলে সাত উইকেটে ১৫৫ রান। ম্যাচের সেরা গায়ানার ২১ বছরের ডান হাতি পেসার কিমো পল বলে গেলেন, “জীবনের প্রথম আইপিএল খেলতে এসে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে রোমাঞ্চ অনুভব করছিলাম। আমাকে সকলে বলেছিলেন, বিশ্বের সব চেয়ে বড় ক্রিকেট লিগটা উপভোগ করো। সাফল্য তোমার কাছে ধরা দেবে”। কিন্তু দিল্লী শিবিরে যিনি জয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন, সেই কাগিসো রাবাডার বক্তব্য, “রান যে হেতু কম ছিল, তাই শুরু থেকে একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল”।