ভোট প্রচারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী ঝড় তুলছেন। হনুমান মন্দিরে পুজো দিয়ে, কেউ বাড়ি বাড়ি পদযাত্রা করে নিজের লোকসভা কেন্দ্রের প্রচার সারলেন তিনি। দীনেশ নৈহাটির শিবদাসপুর, মাঝিপাড়া পলাশি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন। সেখান থেকে মাদরালে একটি হনুমান মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী।
সেখানে সোজা বারাকপুরে চিকিৎসকদের একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে কাঁপা চাকলা এলাকায় পদযাত্রা করেন। পরে কাঁপা চড়কতলায় একটি মেলায় যোগ দিয়ে জনসংযোগ করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী ব্যাপক জনসংযোগ করছেন। দীনেশের পদযাত্রায় মানুষের ভিড় ছিল দেখার মত। বিজেপি প্রার্থী অর্জুন সিং রামনবমী উপলক্ষে একটি মিছিল বের করেছিলেন। কিন্তু তবু মানুষের ভিড় বলে দিল মানুষ শান্তি চায়। মানুষ বিজেপি সরকার চান না। মানুষ ধর্ম নিয়ে হানাহানি চান না। তাই দীনেশ ত্রিবেদীর মিছিলে বহু মানুষ পা মেলালেন।