ফের ফাঁকা আওয়াজ ছাড়লেন মহম্মদ সেলিম। রায়গঞ্জের এই সিপিএম প্রার্থীর দাবি, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজনই নেই। সেলিমের ‘নিজের’ বাহিনী আছে, তারাই সব সামলে নেবে।
সপ্তদশ লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী বড় ইস্যু। বিজেপি প্রতি বুথে বাহিনী দাবি করেছে। প্রথম দফার ভোটের শেষে পুলিশের কাজে সন্তুষ্ট বলে জানিয়েছেন কমিশন নিযুক্ত অতিরিক্ত পর্যবেক্ষক বিবেক দুবে। সেই সময় রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, ‘১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও আমার কোনও সমস্যা নেই। আমার বুথ সামলাবে আমার কর্মী, সমর্থক বাহিনী।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেলিমের মন্তব্য হাস্যকর। যারা প্রতি বুথে এজেন্ট দিতে পারে না, তাদের দলবল নিয়ে বুথ সামলানোর কথা সোনার পাথরবাটির মতোই। বাংলায় বামেদের ইদানীং আতসকাচ দিয়ে খুঁজতে হচ্ছে। পার্টির অস্তিত্ব সাইনবোর্ডে পরিণত হয়েছে। সেই সময় সেলিমের এই মন্তব্যে চমক থাকতে পারে, সারবত্তা কিছু নেই। পুরোটাই ফাঁকা আওয়াজ।
আগেরবার সেলিম বলেছিলেন, তাঁর সংসদে যাওয়া আটকাতেই সব শিয়াল এক হয়েছে। গতবার ২৯ শতাংশ ভোটে জিতেছিলেন। এবার সেটুকুও পাবেন কিনা তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে। এসবের সঙ্গে আছে ৩৪ বছর শাসনের হ্যাংওভার। সেই ঘোর থেকেই ‘আমার বাহিনী বুথ সামলাবে’র মতো মন্তব্য সেলিম করে ফেলেছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ভোট হবে রায়গঞ্জে। এজন্য আরও ৪০ কোম্পানি আধাসেনা এসেছে বাংলায়। প্রথম দফার ভোটের সময় ছিল ৮৩ কোম্পানি আধাসেনা। ফলে এবার ১২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে দ্বিতীয় দফার ভোট।
