দেশের নির্বাচনী ব্যবস্থা এবং ইভিএমের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মন্তব্য করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ফলে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রশ্ন উঠছে বলে মনে করেন তিনি।
ইতিমধ্যেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে অন্ততপক্ষে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানিয়েছে বিরোধীরা। গতকাল রবিবার ফের এই দাবি তুলে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বিরোধীরা। এদিকে সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে ফলপ্রকাশে অন্তত ৫ দিন দেরি হতে পারে। অর্থাৎ ২৩ মে-র পরিবর্তে ফল প্রকাশ হতে পারে ২৮ মে।
অন্যদিকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রতি বিধানসভা কেন্দ্রে অন্তত ৫টি করে ভিভিপ্যাট দিতে। বর্তমানে এই সংখ্যা রয়েছে ১। রবিবার বিরোধীদের যৌথ সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, বিরোধীদের দাবি, প্রতি বিধানসভা আসনে অন্তত পঞ্চাশ শতাংশ বুথে ভিভিপ্যাট বসাতে হবে। এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। পাশাপাশি কপিল সিব্বল বলেন, নির্বাচন কমিশন বিরোধীদের দাবি না মানলে আমরা বসে থাকব না। সুপ্রিম কোর্টে যাব।
