একের পর এক কথার বোমা ফেলছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। আর তাঁর বক্তব্যে দেশজুড়ে উঠছে তুমুল বিতর্কের ঝড়। সোমবারই তাঁর মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আর তার জের কাটতে না কাটতেই আজম খানের এক ভিডিও সামনে এসেছে। আর এরফলে তাঁকে আবারও সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকে। ভিডিওটিতে দেখা গেছে আজম খান বলছেন যে তিনি কালেক্টরকে মায়াবতীর জুতো পরিষ্কার করতে বাধ্য করবেন৷
পুর্বে রামপুরের একটি সভায় আজম খানের বক্তব্যকে কেন্দ্র বিতর্কের ঝড় উঠেছিল৷ এর ফলে নির্বাচন কমিশনের কাছেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়। রামপুরের বিজেপি প্রার্থী অভিনেত্রী জয়াপ্রদার সাথে বাতানুবাদ বাঁধে। উল্লেখ্য জয়াপ্রদা তাকে পদ্মাবত ছবি আলাউদ্দিন খিলজির সঙ্গে তুলনা করার পরই তিনি জয়াপ্রদাকে নাচনেওয়ালি বলে পাল্টা দিয়েছিলেন৷
এইভাবে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন সমাজবাদী পার্টির এই নেতা। উঠছে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। লোকসভা নির্বাচনে এই বাকযুদ্ধ বেশ উত্তপ্ত আবহাওয়ার তৈরি করেছে বলে মনে করছেন বহু রাজনীতিবিদ।