জেলে থাকলেও লালু যে আছেন নিজের ছন্দেই সেটাই বোঝা গেল তাঁর ট্যুইটারে প্রকাশিত এক ভিডিও থেকে। সদ্য রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদব একটি ডাবস্ম্যাশ ভিডিয়ো প্রকাশ করে। আর সেই ভিডিও-এর মাধ্যমেই তিনি খোঁচা দেন নরেন্দ্র মোদীকে। সেই ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
কী আছে ভিডিওতে? ১৭ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপে মোদীর কথায় লিপ মিলিয়েছেন তিনি। যেখানে শোনা যাচ্ছে, ‘সমস্ত ভারতীয়রা ১৫-২০ লক্ষ টাকা করে পাবেন।’ কারও বুঝতে ভুল হওয়ার কথা নয়, এই কণ্ঠস্বর কার। ২০১৪ সালে নির্বাচনী জনসভায় দেশের গরীবদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ডাবস্ম্যাশের মাধ্যমে সেই বক্তৃতার একটি অংশই সুকৌশলে ব্যবহার করেছেন লালুপ্রসাদ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই লালুজি একটি খোলা চিঠিতে সরাসরি মোদীকে আক্রমণ করেছিলেন। চিঠির ভাষা ছিল এইরকম, ‘দেশ, মানুষ, সমাজকে বাঁচাতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে জেলে পোরা হয়েছে, কিন্তু আমার চিন্তাকে নয়। বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে মোদীকে হারান।’ এছাড়াও এই আরজেডি নেতা মোদীকে ‘জুমলা’ বলেও কটাক্ষ করেন।