এতদিন তাঁকে রুপালি পর্দাতেই দেখতে অভ্যস্ত বসিরহাটবাসী। কিন্তু লোকসভা ভোটে প্রার্থী হওয়ার পর থেকে তিনি মাঠে-ময়দানে প্রচার নিয়েই ব্যস্ত। আর এর ফলে সাধারণ মানুষের নাগালে চলে এসেছেন তিনি। হয়ে উঠেছেন ঘরের মেয়ে। তিনি টলিউড সুপারস্টার নুসরত জাহান। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী।
প্রার্থী হওয়ার আগে অনেক থেকেই নুসরত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে। তাঁর বাকপটুতায় মুগ্ধ মমতা ইদানীং তাঁকে বহু নির্বাচনী সভায় সফরসঙ্গী করে নিয়ে যান। সেই নুসরত এবার জানিয়ে দিলেন যে শুধু প্রার্থী হিসেবেই নয়, নিজের ভবিষ্যত সুদৃঢ় করতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন।
শুধু তাই নয়, রবিবার প্রচার মঞ্চ থেকে তিনি বলেন, ‘ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার, এরাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না। নিজেদের ভালো ভবিষ্যতের জন্যই তৃণমূলকে ভোট দেবেন, এছাড়া অন্য কোনও কারণ থাকতে পারে না।’
তাঁর সাফ কথা, আমায় ভোট দিতে হবে না। ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই দিন। দিদিকে শুধু আশীর্বাদ ও দোয়া দিয়ে বরণ করে নিলেই আমি খুশি।