বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন৷ ধর্মীয় ভেদাভেদের রাজনীতি কিংবা সম্প্রদায়ের মধ্যে ফারাক তিনি কখনই করেননা৷ তাই যেমন ইদে মুসলিমদের শুভেচ্ছা জানান, তেমনই আজ চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি৷
আজ সকালে টুইট করেন তিনি৷ মমতা লেখেন, “আজ চৈত্র সংক্রান্তি৷ সবাইকে জানাই গাজন উৎসবের শুভেচ্ছা৷ চড়কের মেলায় আনন্দ করুন৷ বছরের শেষ সবার ভালো কাটুক”৷ ভোটের আবহে ভীষণ ব্যস্ত থাকলেও বছর শেষের টুইট করতে ভোলেননি তিনি৷ এতেই বোঝা যায় তিনি সকলের নেত্রী, সকলকে নিয়ে তিনি ভাবেন৷
শুধু তাই নয়, বাংলাদেশের মানুষদেরও নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি৷ টুইটে লেখেন, “বাংলাদেশের ভাই বোনেদের জানাই নতুন বছরের শুভেচ্ছা৷ শুভ নববর্ষ”৷
শুধু বাংলা ভাষাই নয়, ওড়িয়া, অহমিয়া, পাঞ্জাবী ইত্যাদি নানা ভাষার মানুষকে তাঁদের ভাষাতেই শুভেচ্ছা জানিয়েছেন মমতা৷ আবার তিনি প্রমাণ করলেন, সবাইকে একসাথে নিয়ে চলাই তাঁর লক্ষ্য৷