উগ্র জাতীয়তাবাদের নিদর্শন বাংলাতেও। যোগীরাজ্যের ইঙ্গিত দেখা যাচ্ছে বাংলাতে। এবছরের রামনবমীতে ইসলামপুরের হোডিং বদলে করা হল ঈশ্বরপুর! বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির উদ্যোগে রামনবমী উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, “আমাদের ঠাকুরের হাতে ত্রিশূল থাকে। তাহলে ভক্তরা কেন নেবে না? মানুষ চাইলে কেন হবে না?”
উল্লেখ্য, এর আগেও বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত একটি স্কুলের বোর্ডে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করা হয়েছিল। যদিও কোথাও কোনও অস্ত্র মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু অস্ত্র মিছিল হয়েছে। একইসঙ্গে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করার জন্যও এলাকাবাসীদের আবেদন করেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
শুধু রামনবমী পালনই নয়, গোমাতা’র পুজো করা হয় এবং সঙ্গে লিখে দেওয়া হল গোরুর উপকারিতা। তবে সবচেয়ে ‘আশঙ্কাজনক’ হল, রামনবমীতে ইসলামপুরকে ফের ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই জন্য চাঁদাও তোলা হচ্ছে। আর তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিজেপি।
উগ্র জাতীয়তাবাদের নিদর্শন বাংলাতেও। যোগীরাজ্যের ইঙ্গিত দেখা যাচ্ছে বাংলাতে। এবছরের রামনবমীতে ইসলামপুরের হোডিং বদলে করা হল ঈশ্বরপুর! বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির উদ্যোগে রামনবমী উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, “আমাদের ঠাকুরের হাতে ত্রিশূল থাকে। তাহলে ভক্তরা কেন নেবে না? মানুষ চাইলে কেন হবে না?”
উল্লেখ্য, এর আগেও বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত একটি স্কুলের বোর্ডে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করা হয়েছিল। যদিও কোথাও কোনও অস্ত্র মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু অস্ত্র মিছিল হয়েছে। একইসঙ্গে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করার জন্যও এলাকাবাসীদের আবেদন করেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
শুধু রামনবমী পালনই নয়, গোমাতা’র পুজো করা হয় এবং সঙ্গে লিখে দেওয়া হল গোরুর উপকারিতা। তবে সবচেয়ে ‘আশঙ্কাজনক’ হল, রামনবমীতে ইসলামপুরকে ফের ‘ঈশ্বরপুর’ বলে উল্লেখ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই জন্য চাঁদাও তোলা হচ্ছে। আর তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিজেপি।